About OBD22 GPS Tracker
১. OBD কি?
– OBD পুরো অর্থ হল “অন বোর্ড ডায়াগনস্টিকস”। এটা ভিবিন্ন ডিভাইস কানেক্ট করার একটা পোর্ট। কম্পিউটার বা ল্যাপটপে যেমন ইউএসবি পোর্ট থাকে, তেমনি গাড়িতেও ওবিডি পোর্ট থাকে ।
২. OBD Port কোথায় থাকে?
– গাড়িতে সাধারনত ড্রাইভারের সামনে, স্টিয়ারিং এর নিচে এই ওবিডি পোর্ট থাকে। উন্মুক্ত অবস্থাতেই থাকে। একটু নিচে তাকালেই দেখা যায়।
৩. কোন কোন গাড়িতে ওবিডি থাকে?
– ১৯৬০ সাল থেকেই গাড়িতে ওবিডি পোর্ট ব্যাবহৃত হচ্ছে। তবে ১৯৯৬ সাল থেকে ওবিভি পোর্ট বাধ্যতামূলক করায় বর্তমানে প্রায় সব গাড়িতেই ওবিভি পোর্ট রয়েছে।
৪. OBD ডিভাইস এ বাড়তি কোন পাওয়ার/ব্যাটারি/ক্যাবল কানেকশন লাগে কি?
– না, এটা প্রয়োজনীয় পাওয়ার ওবিভি পোর্ট থেকেই সংগ্রহ করে থাকে।
৫. OBD GPS ট্র্যাকার এর বাড়তি সুবিধা কি?
– OBD পোর্ট এর বাড়তি সুবিধা হল, এটা ইন্সটল করার জন্য গাড়ীর কোন তার কাটার প্রয়োজন নেই। মাত্র কয়েক সেকেন্ড লাগে এটা ইন্সটল করতে। প্লাগ ত্যান্ড প্লে।
বর্তমানে নতুন হাইব্রিড প্রযুক্তির গাড়িতে তার কেটে ট্র্যাকার লাগালে পরবর্তীতে সমস্যা হয় । সেক্ষেত্রে ওবিডি ট্র্যাকারের কোন বিকল্প নেই।
৬. OBD GPS ট্র্যাকার অসুবিধা কি?
– সুধুমাত্র দূর থেকে গারি অন/অফ করা যায় না। এছাড়া মোটামোটি সব সার্ভিসই পাওয়া যাবে।
৭. OBD GPS ট্র্যাকার কি সিম লাগবে?
– গাড়িতে লাগানো ওবিডি ট্র্যাকার এর সাথে ওবিডি সার্ভরের তথ্য আদান প্রদান এর জন্য ডাটা কানেকশন বা ইন্টারনেট প্রয়োজন। সিমটি এই জন্যই প্রয়োজন। এছাড়া ভয়েস ওবিডি ট্র্যাকারে কথা শোনার জন্য সিম প্রয়োজন।
৮. নন-ভয়েস OBD GPS ট্র্যাকার এর জন্যও কি সিম লাগবে?
– হাঁ, যেকোনো সিম বাধ্যতামূলক।